1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের খাল-বিলে মাছের পোনা ছেড়ে প্রশংসিত হয়েছেন মিলন মুন্সি নামে এক যুবক - Madaripur Protidin
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ১০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় র‌্যাব-৪ এর অভিযানে হাতেনাতে ২ জন গ্রেফতার রাজৈরে জামায়াতে ইসলামের বিশাল সমাবেশে দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়া আহবান কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মাদারীপুরের ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মাদারীপুরের শিবচরে বিল পদ্মা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীদের ঢল বসতবাড়ির খড়ের পালায় মাদক: র‌্যাব-৪ এর অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

মাদারীপুরের খাল-বিলে মাছের পোনা ছেড়ে প্রশংসিত হয়েছেন মিলন মুন্সি নামে এক যুবক

  • প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯.০৮ এএম
  • ১৬০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরের খাল-বিলে মাছের পোনা ছেড়ে প্রশংসিত হয়েছেন মিলন মুন্সী নামে এক যুবক। দেশীয় মাছের অস্তিত রক্ষায় গত তিন বছর ধরে বর্ষা মৌসুমে বিভিন্ন খাল-বিলে মাছের পোনা ছেড়ে আসছেন তিনি। কখনও নিজের টাকায় আবার কখনও অনুদানের টাকায় বিভিন্ন বাজার থেকে মাছের পোনা কিনে এনে তা গ্রামের খাল-বিলে ছাড়েন। দেশিয় মাছ রক্ষার জন্য তিনি নিজ উদ্যোগেই এই কাজ করছেন।

গত কয়েক দিন পুর্বে (শনিবার ২৬ জুলাই) দুপুরে মাদারীপুর সদর উপজেলার এওজ এলাকার বিভিন্ন বিলে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন। জিজীবিষা (বেচে থাকার ইচ্ছা) নামের মিলন মুন্সির প্রতিষ্ঠিত স্থানীয় সংগঠনের ব্যানারে এই মাছগুলো অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিব ফয়সাল তালুকদার, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী সাজ্জাদ হোসেন, দুধখালী ইউনিয়নের ২নং ওর্য়াডের মেম্বর আলিম হোসেন, রাস্তি ইউনিয়নের মহিলা মেম্বর মর্জিনা বেগম, স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠক জিজীবিষা (বেচে থাকার ইচ্ছা) এর প্রতিষ্ঠাতা মিলন মুন্সি, স্বেচ্ছাসেবক নোমান হোসেন, দিদার মোল্যাসহ অরো অনেকেই ।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামের হানিফ মুন্সি ও সামসুন্নাহার বেগমের ছেলে মিলন মুন্সি (৩২)। চার ভাই এক বোনের মধ্যে তিনি মেঝ। তিন ভাই ইতালী থাকেন। তাই বাবা, মা, বোন, স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় থাকেন। বর্তমানে তিনি শরীয়তপুর জেলার ঘোষাইরহাটে নির্বাচন অফিসে চাকুরী করছেন।

চাকুরীর পাশাপাশি অবসর সময়ে তিনি এই কাজগুলো করেন। গত তিন বছর ধরে তিনি মাদারীপুরের গ্রাম অঞ্চলের বিভিন্ন খাল বিলে মাছের পোনা অবমুক্ত করে আসছেন। যাতে করে দেশিয় মাছগুলোর বংশ বিস্তার লাভ করার পাশাপাশি বিলুপ্তি প্রায় অনেক মাছই রক্ষা পাবেন। সেই চিন্তা থেকে গত তিন বছরে তিনি শত কেজি মাছ মাদারীপুরের বিভিন্ন খালে অবমুক্ত করেছেন। মাছগুলোর মধ্যে আছে রুই, কাতল, কালো বাউস, পাঙ্গাস, কৈ, শিং, টেংরা ইত্যাদি।

এছাড়াও জিজীবিষা (বেচে থাকার ইচ্ছা) নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী এই সংগঠনটির মাধ্যমেই মাছের পোনা ছাড়ার পাশাপাশি গত পাচ বছর ধরে তালের আঠি, গাছের চারা ও বীজ রোপণ করে যাচ্ছেন। ইতিমধ্যে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগী থেকে বলষা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা, বাহাদুরপুর ইউনিয়নের তিথিরপাড় থেকে পশ্চিম বাহাদুরপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা, ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ ব্রীজ থেকে চাষার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা, নতুন ব্রীজ এলাকা, খোয়াজপুর, রাস্তিসহ গ্রামের বিভিন্ন রাস্তায় ৩০ হাজারেরও বেশি তালের আঠি ও তিন হাজারের বেশি গাছের চারা ও কয়েক হাজার আম, কাঠাল, অর্জুন, জামের বীজ লাগিয়েছেন।

মিলন মুন্সি বলেন, চাকুরীর পাশাপাশি অবসর সময়ে মাদারীপুরের বিভিন্ন খাল-বিলে মাছের পোনা অবমুক্ত করি। মুলত দেশিয় মাছ রক্ষার জন্যই এই কাজগুলো করছি। দিনে দিনে দেশিয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তা রক্ষার জন্যই অবসর সময়টাকে কাজে লাগচ্ছি। তবে বিভিন্ন খাল বিল থেকে অবৈধভাবে চায়না জাল দিয়ে দেশিয় মাছ ধরা হচ্ছে। এতে করেও দেশিয় মাছ ও জলজ প্রাণীর বিপন্নের পথে। এগুলো বন্ধ না হলে এক সময় দেশিয় মাছ বিলুপ্তি হয়ে যাবে।

স্থানীয় সংগঠন ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ বলেন, বিভিন্ন খাল-বিল থেকে দেশিয় মাছ হারিয়ে গেছে বসেছে। ইতিমধ্যে অনেক মাছ বিলুপ্তিও হয়ে গেছে। তাই মিলন মুন্সির মতো আরো যুবকরা যদি এই কাজে এগিয়ে আসেন, তাহলে প্রাকৃতিকভাবেই দেশিয় মাছগুলো বড় হবে আর বংশ বিস্তার করতে পারবে।

দুধখালী ইউনিয়নের ২নং ওর্য়াডের মেম্বর আলিম হোসেন বলেন, মিলন মুন্সির এই উদ্যোগকে সাধুবাদ জানাই। বর্তমান সময়ে নিজ উদ্যোগে এই ধরণের কাজ খুব একটা চোখে পড়ে না। আশা করছি তাকে দেখে আরো অনেক যুবক উৎসাহ পাবে।

মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা মোঃ হাদিউজ্জামান বলেন- নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ । এলাকার আরো যুবকরা এগিয়ে আসলে দেশীয় মাছের বংশ বিস্তারে সহায়ক হবে। আমরাও শীগ্রই জেলার কিছু সংখ্যক যুবকদের নিয়ে সেমিনার করে মাছ চাষ ও দেশীয় মাছের বংশ বিস্তার এবং সংরক্ষনে সহায়ক ভুমিকা পালনের বিষয়ে অবহিত করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!