মাদারীপুর প্রতিনিধি। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার উদ্যোগে দ্বায়িত্বশীলদের নিয়ে টেকেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের নুরজাহান কমিউনিটি সেন্টারে মাদারীপুর ২ আসন কমিটির পরিচালক এ্যাডভোকেট মাওলানা মো মিজানুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আগামী সংসদ নির্বাচনে মাদারীপুর -২ আসনে জামায়াতে ইসলামীর পক্ষে জনগনের কাছে প্রচারণা বৃদ্ধির জন্য দিক নির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন প্রধান অতিথি ফরিদপুর অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আবদুস সোবহান খান, মাদারীপুর জেলা শাখার আমীর মাওলানা মোখলেছুর রহমান ও রাজৈর উপজেলা শাখার আমীর আলী আহমেদ আকনসহ মাদারীপুর জেলা, রাজৈর উপজেলা ও রাজৈর পৌরসভার ১০টি ইউনিয়নের আড়াই শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহন করে।