রাজৈর(মাদারীপুর) প্রতিনিধি। মাদারীপুরের রাজৈরে ৭০জন বৃদ্ধের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার(২৬-২-২১) উপজেলার সাতপাড় গ্রামে স্বর্গীয় বসুদেব মজুমদার ও সুচিত্রা মজুমদারের স্মরনে হোমিও ডাঃ ললিত চন্দ্র মজুমদারের আয়োজনে বুড়ামার বটতলায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার অরবিন্দু মন্ডলের সভাপতিত্বে এ বস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি রাজৈর পৌর মেয়র নাজমা রশিদ, রাজৈর প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন, প্রধান শিক্ষক শান্তিরঞ্জন মন্ডল, প্রধান শিক্ষক নিখিল দত্ত, শিক্ষক সদানন্দ অধিকারি ও কুমুদ রঞ্জন মজুমদার ও শিক্ষক মিহির কির্ত্তনীয়া প্রমুখ। বস্ত্র বিতরনকারী ডাঃ ললিত চন্দ্র মজুমদার জানান, প্রতিবছরই আমি শীত বস্ত্র বিতরন করে থাকি ও ধর্মীও অনুষ্ঠানসহ নানা সামাজিক কর্ম করে থাকি । এ বছর শিশু, কিশোর ও যুবকদের মধ্যে প্রবীনদের প্রতি সম্মানবোধ জাগ্রত করতে এলাকার ৭০ সম্মানিত বৃদ্ধকে একটি ধুতি ও গেঞ্জি প্রদানের এ আয়োজন করেছি। আগামী বছর এরই আলোকে এলাকার সকল সম্মানিত বৃদ্ধা মায়েদের মাঝে শাড়ী বিতরন করবো এবং এর পরিধি বাড়াবো। আমার জন্য আর্শিবাদ করবেন।
Leave a Reply