1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ইতালী যাবার পথে প্রচন্ড ঠান্ডায় নিহত মাদারীপুরের গ্রামে ইমরানের জানাজা সম্পন্ন । জয়ের মরদেহ মাদারীপুরের উদ্দেশ্যে রওয়ানা । গ্রেফতার হয়নি দালালচক্র । - Madaripur Protidin
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

ইতালী যাবার পথে প্রচন্ড ঠান্ডায় নিহত মাদারীপুরের গ্রামে ইমরানের জানাজা সম্পন্ন । জয়ের মরদেহ মাদারীপুরের উদ্দেশ্যে রওয়ানা । গ্রেফতার হয়নি দালালচক্র ।

  • প্রকাশিত : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৫৯ পিএম
  • ৫৭৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি:
অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাবার সময় ভূমধ্যসাগরে প্রচন্ড ঠান্ডায় মারা যাওয়া ইমরান হাওলাদারের মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুরে শুক্রবার রাত ১১টার দিকে পৌছালে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায় । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুরদুরান্ত থেকে আতœীয়স্বজন ও পাড়া প্রতিবেশী ইমরান হাওলাদারের মরদেহ এক নজর দেখার জন্য ছুটে আসে থাকে । তাদের কান্নায় আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠে ।

শনিবার সকাল ৯টার সময় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় একই এলাকার জয় তালুকদারের মরদেহ হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে মাদারীপুরের উদ্দেশ্যে ওয়ানা দিয়েছে বলে মৃত জয়ের বড় ভাই গোপী তালুকদার নিশ্চিত করেছেন । জয়ের পরিবারেও চলছে শোকের মাতম ।

ইমরান ও জয়সহ মাদারীপুরের ৫ যুবক মারা যাবার ২১দিনেও কোন মামলা’ই হয়নি। ফলে ধরাছোঁয়ার বাইরে দালালচক্র। এতে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে, অভিযুক্তদের ধরতে অব্যাহত রয়েছে অভিযান।

ভাগ্যেরচাকা পরিবর্তণ করতে গিয়ে একমাত্র ছেলে ইমরান হাওলাদার লাশ হয়ে ফিরবে এ শোক কিছুতেই মেনে নিতে পারছেন না মা জামিলা বেগম। আজাহারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। শুক্রবার দুপুরে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দের থেকে অ্যাম্বুলেন্সে ইমরানের মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে শুক্রবার রাত ১১টার দিকে নিয়ে আসা হয়। পরে মরদেহ একনজর দেখতে ভীড় করেন পাড়াপ্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা। এসময় স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায় । শনিবার সকাল ৯টার সময় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ইমরানকে। সমবেদনা জানাতে ছুটে আসেন ঘনিষ্ঠজনেরা।

স্বজনরা জানায়, ধারদেনা করে দক্ষিনপাড়া গ্রামের সলেমান বেপারীর ছেলে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য সামাদ বেপারীর হাতে ৮ লাখ টাকা তুলে দেন ইমরানের ভ্যানচালক বাবা শাজাহান হাওলাদার। পরে আর কোন খোঁজই রাখেনি দালালচক্র। এই ঘটনায় দালালদের কঠোর বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।

ইমরানের চাচা মো. শওকত হাওলাদার বলেন, এলাকার অল্পবয়সী ছেলেদের প্রলোভন দেখিয়ে ইতালী নেয়ার কথা বলে দালালচক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রায়ই দুর্ঘটনায় মৃত্যুর খবর আসছে। দালালদের বিচার না হওয়ায় এই অপরাধ থামছেই না। আমরা দালালদের কঠোর বিচার চাই।

ইমরানের ফুফু শিউলি বেগম অভিযোগ করে বলেন, আমার ভাইয়ের একমাত্র ছেলে ইমরানকে দালালচক্র মেরে ফেলেছে। আমরা এই ঘটনার বিচার চাই। এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় মাদারীপর সদর উপজেলার একই এলাকার পলাশ তালুকদারের ছেলে জয় তালুকদারের মরদেহ হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে মাদারীপুরের উদ্দেশ্যে ওয়ানা দিয়েছে বলে মৃত জয়ের বড় ভাই গোপী তালুকদার কান্নাজড়িত কন্ঠে মুঠোফোনে যুগান্তরকে জানায় ।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গত ২২ জানুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইঞ্জিনচালিত নৌকায় ইতালী যাবার পথে প্রচন্ড ঠান্ডায় মারা যায় ৭ বাংলাদেশী। মারা যাওয়া ৭ বাংলাদেশীর মধ্যে ৫জনই মাদারীপুরের বাসিন্দা। এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে দালালচক্রকে ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!