1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolutionbd@gmail.com : support :
রাজৈরে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ, দলিল লেখকদের অব্যাহত কর্মবিরতি - Madaripur Protidin
শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে দাবিতে ইঞ্জিনিয়ারদের সংবাদ সম্মেলন কালকিনিতে বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকার সাভারে ক্লুলেস শহিদুল ইসলাম (২৪) হত্যাকান্ডের রহস্য উদঘাটন। হত্যাকা-ের মূলহোতা নুর আলম@ টান আলম (২৪)’কে গ্রেফতার মাদারীপুরে মায়ের হত্যার বিচার চাইলেন দুই শিশু সন্তান মাদারীপুরে চাকরি দেওয়ার নামে ঘুস নিয়ে প্রতারণা, সেই দুই কনস্টেবল সাময়িক বরখাস্ত মাদারীপুরে বোরো ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত মাদারীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতী মাদারীপুর সদরে শাজাহান খানের ছেলে আসিব খান এবং রাজৈরে মোহসীন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত মাদারীপুরে কেন্দ্র দখল করতে গিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১৫

রাজৈরে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ, দলিল লেখকদের অব্যাহত কর্মবিরতি

  • প্রকাশিত : বুধবার, ২ মার্চ, ২০২২, ৬.১৪ পিএম
  • ৪৫৫ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন- টেকেরহাট।(আপডেট)

মাদারীপুরের রাজৈর উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য অভিযোগ এনে ওই সাবরেজিষ্টারের প্রত্যাহার ও একজন সৎ গুনাবলি সম্পন্ন ভালমানের কর্মকর্তার পদায়নের দাবী করে দলিল লেখকরা অব্যাহতভাবে কর্মবিরতি পালন করে চলছে। । এ কর্মবিরতি কারনে ১৬দিন যাবত দলিল নিবন্ধন করতে আসা জমি ক্রেতা-বিক্রেতারা বিভিন্ন ভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তবে বিষয়টি জেলা রেজিষ্টার মিমাংসার আশ্বাস দিলেও দলিল লেখকরা উপজেলা সাব-রেজিষ্টার মোঃ সোহেল রানা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের কলম বিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ সোহেল রানা রাজৈর সাব রেজিস্ট্রার অফিসের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন অনিয়ম ঘুষ , দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বিভিন্ন সময়ে দলিল লেখকরা এর প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হয়নি। বরং প্রতিবাদি দলিল লেখকদের অপসারন বা শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের হুমকি দিয়ে তার ঘুষ ও অনিয়মের মাত্রা আরও বাড়িয়ে দেয় । অফিস সহকারি মোঃ আরিফ এর মাধ্যমে তার এ ঘুষগ্রহন লেনদেন হয়ে থাকে । তবে আরিফ জানান, আমি ছোট কর্মচারি , বড় স্যারের কথা আমাকে শুনতে হয় । দলিল লেখকরা এর প্রতিকার চেয়ে নানা যায়গায় ধর্না দিলেও কোন কাজ না হওয়ায় আবশেষে রাজৈর উপজেলা দলিল লেখক সমিতি তৃতীয়বারের মত আন্দোলনে নামেন।

রাজৈর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সামাদ মোল্লা জানান, দলিল রেজিস্ট্রি করাতে গেলে দলিল প্রতি লাখে এক হাজার টাকা দাবি করে সাব রেজিস্ট্রার সোহেল রানা। এমনকি নামের একটা অক্ষর ভুল থাকলেও তাকে ১০ হাজার টাকা দিতে হয়। নাহলে তিনি দলিল করে না। তাছাড়া তিনি বেলা ১২টায় অফিসে আসলেও বিকেল ৪ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত সাধারণ মানুষকে আটকে রেখে টাকা আদায় করার পর দলিল রেজিস্ট্রি করে । প্রবাসী ক্রেতা হলে ভোগান্তি আরো বাড়ে। এছাড়া তার ব্যবহারও সম্মানজনক নয়। এতে আমরা বাধা দিলে আমাদের লাইসেন্স বাতিল করার হুমকি ধামকি দেয়। এনিয়ে তার সাথে দুইবার বৈঠক করেছি। কিন্তু তারপরও তিনি পরিবর্তন হয়নি। এজন্য সাব-রেজিষ্টারের প্রত্যাহারের এক দফা দাবীতে গত ১৬ ফেব্রুয়ারি থেকে দলিল লেখা বন্ধ করে দিয়েছি।

তিনি আরো জানান, আমি বিগত ২৭ বছর যাবত এই অফিসে দলিল লেখকের কাজ করে আসছি । আমি ইতিপূর্বে এরকম দুর্নীতিবাজ কোন অফিসার এখানে এখন পর্যন্ত পাইনি। দলিলে অনেকটা ফ্যাকরা (সমস্যা) ধরে ছলছুতায় অতিরিক্ত অনেক টাকা আদায় করছে। অতিরিক্ত টাকা নেয়ার জন্য এলাকার সাধারণ মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে । আমরাও ঠিকমত দলিল লিখতে পারছি না। আমরা এই সাব-রেজিস্ট্রার থাকতে কোন দলিল লিখব না ।

দলিল রেজিষ্ট্রি করতে আসা রফিক মাতুব্বর নামের একজন জানান, আমি দুই সপ্তাহ যাবত এখানে দলিল করতে এসে ফিরে যাচ্ছি। দলিল করতে না পারলে আমার খুব সমস্যা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই সমস্যার অতিদ্রুত নিরসন হয়।
কিনাই বিশ্বাস নামের একজন বলেন, মোর পোলারে বিদেশ পাঠাইতে টাগা লাগব। মুই জমি বিক্রি করছি। কিন্তু দলিল না হওয়ায় টাকা পাই না। আমি দুইদিন যাবত এখানে দলিল করতে আইসা ঘুইরা যাইতে আছি। আজও কাউরে না দেখে আমি এখানে বসে রয়েছি।

দলিল লেখক মনির মেধা বলেন, এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখান থেকে সব রেজিস্ট্রার সাহেব আমাদের এবং জনগণকে জিম্মি করে লাখ লাখ টাকা ঘুষ হিসেবে নিয়ে যাচ্ছে। এতে সাধারণ জনগণের কাছে আমরা খারাপ হয়ে যাচ্ছি। আর আমরাও বাধ্য হয়েই আজকে এই ধর্মঘটের নেমেছি। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আছেন । আমরা চাই আমাদের এখানে একজন সৎ সাব-রেজিস্ট্রার ।
এ ব্যাপারে রাজৈর উপজেলার সাব রেজিস্টার অফিসার সোহেল রানা বলেন, দলিল লেখকরা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা সত্য নয় উদ্দেশ্য প্রনোদিত।

মাদারীপুর জেলা রেজিস্টার মোঃ রুহুল কুদ্দুস বলেন, আমি সমস্যা সমাধান করার জন্য ২ ফেব্রুয়ারি রাজৈর উপজেলা সাবরেজিষ্টারী অফিসে গিয়েছিলাম। দলিল লেখকদের কথা বলে সমস্যগুলি শুনেছি ও সমাধানের আশ্বাস দিয়েছি। কোনভাবেই অফিস বন্ধ রাখা যাবে না। সাধারণ জনগণ যেনো কোন ভাবেই ভোগান্তির শিকার না হয়, এ ব্যাপারে আমি ব্যবস্থা নিচ্ছি। আশাকরি সুরাহা হবে। তবে অনিয়ম দুর্নীতি ও ঘুষ গ্রহন ঘৃন কাজ। আমি একাজকে ব্যক্তিগতভাবে ঘৃনা করি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION