মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পাচ্চর এলাকায় ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পরে স্বাভাবিক হয়েছে। এঘটনায় ট্রাকের ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে পুলিশ জানান, সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের পাচ্চর এলাকায় ভাঙ্গামুখী একটি ট্রাকের চাকা বিকল হলে রাস্তার পাশেই মেরামত করছিল। এসময় একইমুখী আরেকটি ট্রাক পিছন থেকে বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। পরে মুর্হুতের মধ্যেই পিছন থেকে দ্বিতীয় ট্রাকটিকেও তৃতীয় আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনটি ট্রাকই বিকল হয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এঘটনায় তিন ট্রাকের চার জন আহত হয়। পরে এক্সপ্রেসওয়ে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওযে থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল আহমেদ বলেন, ‘দুঘর্টনায় কেউ মারা যায়নি। তবে তিনটি ট্রাক রাস্তায় বিকল হয়ে যাওয়ায় মহাসড়কের কিছু সময় যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া বড় কোন আহতের ঘটনা ঘটেনি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকটি তিনটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Leave a Reply