মোনাসিফ ফরাজী সজীব, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর পৌর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ২৬০ টি পরিবারকে ঈদ উপহার বিতরন করা হয়েছে। শনিবার সকালে রাজৈর পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ বিতরন কার্য ক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, রাজৈর পৌর প্রবাসী কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি নাসির মিয়া, সাধারণ সম্পাদক পলাশ মাতুব্বর এর প্রচেষ্টায় এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনটি শুরু থেকেই সামাজিক উন্নয়নমুলক কার্য ক্রম চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় পৌর প্রবাসী কল্যাণ পরিষদের অর্থায়নে পৌরসভার দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এবং এসময় প্রবাসীরা উপহার নিতে আসা ব্যক্তিদের কাছে দোয়া প্রার্থনা করেন।এই ঈদ উপহার বিতরণ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন হাওলাদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মিয়া, এ সময় উপস্থিত ছিলেন রাজৈর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিখিল রঞ্জন দত্তসহ পৌরসভার গন্যমান্ন ব্যক্তিবর্গ । অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজ সেবক সম্রাট মাতব্বর, ঈদ উপহার এর মধ্যে ছিলেন ১০ কেজি মিনিকেট চাল, ২ কেজি ডাল ১ কেজি চিনি ১ কেজি দুধ ১ কেজি ২ কেজি সেমাই।সংগঠনটি ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখবেন
Leave a Reply