অফিস রিপোর্টঃ বিএসটিআই এর অনুমোদন বিহীন লোগো ব্যবহার করে নিন্মমানের পন্য মজুদ, সংরক্ষন ও বিক্রয়ের অভিযোগে ২ টি সুপার শপ’কে ৩ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।
র্যাব জানায়, এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর র্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা ও মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেটঃ) ডিএমআই, বিএসটিআই, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকাগণের সহযোগিতায় ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিএসটিআই এর অনুমোদন বিহীন লোগো ব্যবহার করে নিন্মমানের পন্য মজুদ, সংরক্ষন ও বিক্রয়ের অভিযোগে নিম্নোক্ত ২ টি সুপার শপের ম্যানেজার’কে সর্বমোট ৩,৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়ঃ
এসিআই লজিষ্টিক লিমিটেড (স্বপ্ন) সুপার শপের ম্যানেজার মোঃ ইমতিয়াজ আহমেদ (৩০), জেলা- ঢাকাকে নগদ ১,৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও ইষ্টার্ণ বাজার লিমিটেড সুপার শপের ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন (৩৪), জেলা-ঢাকাকে নগদ ২,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।