মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনিতে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে পালরদী নদীর বিভিন্নস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহূত বেশ কিছু পাইপ ভেঙ্গে দেয়া হয়। এদিকে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকালীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান বলেণ, পালরদী নদীতে অভিযান চালিয়ে বেশ কিছু প্লাস্টিক পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে। এবং আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকালীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply