মাদারীপুর প্রাতিনিধি। মাদারীপুরের রাজৈরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাশিমপুর ফুটবল মাঠে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ-২০২৫” উপলক্ষে পাইকপাড়া ইউনিয়ন একাদশ এবং ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন ফুটবল একাদশ এর মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বর্ষাকালিন অবসরে চিত্ত বিনোদনে দুই জেলা ফরিদপুর ও মাদারীপুরের সীমান্তবর্তী দুই উপজেলা রাজৈর ও ভাঙ্গার শতশত দর্শক এ প্রীতি ফুটবল উপভোগ করতে ফুটবল মাঠের চারিদিকে ভির করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় কমিটি। সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজৈর উপজেলা শাখার আহবায়ক ওহাব আলী মিয়াসহ মাদারীপুর এবং ফরিদপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন।