কালকিনি
গনভোট ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ ফেব্রুয়ারি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণায় ততই জমে উঠেছে নির্বাচনী মাঠ। সব মিলিয়ে এই মুহূর্তের প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন এ আসনের ধানের শীষ, দাড়িপাল্লা ও হাতপাখাসহ অন্যান্ন দলীয় প্রার্থীরা। এদিকে প্রার্থীরা তাদের পক্ষে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে গনভোটের পক্ষে ।
সব মিলেয়ে চায়ের দোকানে আড্ডার ফাঁকে চলছে প্রার্থীদের ও ভোট নিয়ে আলাপ-আলোচনা। তবে চলতী বছরে নির্বাচনী প্রচারনায় পোস্টার না থাকায় প্রার্থীরা ব্যবহার করছেন ভিন্ন কৌশল। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে প্রচার চালাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিদিন বিএনপির মনোনীত প্রাথী মো. আনিসুর রহমান তালুকদার খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রাথী মাওলানা মো. রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওলানা এস.এম আজিজুল হক তাদের নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী জনসভা, পরামর্শমূলক সভা, পথসভা, উঠান বৈঠক এবং মাইকিং করে যাচ্ছেন। এদিকে এ আসনে আরো ২জন প্রার্থী থাকলেও মাঠে তাদের তেমন কোন প্রচার-প্রচারনা দেখা যায় না।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানিয়েছে, মাদারীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৮০৬জন। আগামী ২১ ফেব্রুয়ারি ১৩৪ টি ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।