রাজবাড়ীর পাহাড়াদার- আবুল হাশিম সিপাহী
সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রাজৈর সরকারি ডিগ্রি কলেজ।
সভাপতি রাজৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
সৃষ্টি জীবের শ্রেষ্ঠ প্রাণী, মানুষ নামে সবাই জানে, কলঙ্ককৃত কেন হলে মানবকূলে।
শ্রেষ্ট আদালত বিবেককে প্রশ্নকরি, দিবালোকে কি করছি! লোক চক্ষুর অন্তরালে?
মানব সেবার ব্রত নিয়ে, দায়িত্ব পেয়েছি কর্তব্য পালনের, পারিতোষিক কেন আবার?
তুমি রাজবাড়ীর পাহাড়াদার, সাবাড় করলে রাজকোষাগার, ঠিকানা হবে তোমার কারাগার।
দুঃসাহসী, দুর্নীতিবাজ, সদাব্যস্ত লুটিতে সম্পদ, গড়তে প্রাসাদ বন্ধকরে বিবেকেরদ্বার।
আত্মসৎ আর উৎকোচ আদায়ের জন্য নয়, দেয়া হয়েছে তোমায় সম্পদ রক্ষার দায়িত্বভার।
পাহাড়াদার নিদ্রা গেলে, দেশের সম্পদ ডাকাতি হলে, তাকেই জবাবদিহি করতে হবে।
মনেরেখো, কাঠগড়াতে দাঁড়াতে হবে, গণআদালতে বিচার হবে, মানুষ তোমায় গালি দিবে।
ভীরুমন সদাদোলে, কালোচুলকে সাপ করে মনে, নিজের ছায়াকে যম মনে কোরে ভয়ে মরে।
আত্মসৎকারী, দুর্নীতিবাজ, ঘুষখোরেরা, দুদকের হাতে পরলে ধরা, সব হারাবে চিরতরে।
হে অবুঝ মন, পুলিশকে তো ফাঁকি দেয়া যায়, সে তো তন্দ্রা নিদ্রা যায়, পকেটেও কিছু নেয়।
সব কিছু জ্ঞাত, সদাজাগ্রত অন্তরযামি, আলো আধাঁরে যা কিছু হয়, কোন কিছু তার অজানা নয়।
সময় থাকতে সাবধান হও, ক্ষণস্থায়ী-চিরস্থায়ী শাস্তি থেকে যাবে বেঁচে! জাতীয় সম্পদ ও রক্ষা হবে।
নাগরিক সেবা উন্নত হলে, মানবতা মুক্তিপাবে, শাসকবন্ধু জীবন তোমার ধন্য হবে, ফুলের মালা তুমিই পাবে।
কবিতা আর কাব্য করা, আমার পেশা নয়, দুর্নীতি দূর করতে দুদক চায় প্রজাতন্ত্রের অতন্ত্রপ্রহরীদের হোক বোধ উদয়।
সত্য-ন্যায়ের প্রতিষ্ঠা আর বঙ্গবন্ধুর দুর্নীতিমুক্ত স্বপ্নের সোনার বাংলা, দেশের মানুষ দেখতে চায়।
Leave a Reply