রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে এইচএসসি পরীক্ষার্থী সপ্না বাড়ৈ (১৭) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার খালিয়া ইউনিয়নের ছাতিয়ানবাড়ি গ্রাম থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে । মৃত সপ্না বাড়ৈ ওই গ্রামের গোপাল বাড়ৈর মেয়ে ও টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী । এ মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানান গুঞ্জনের সৃষ্টি হয়েছে ।
পুলিশ, পারিবারিক সূত্রে জানাযায়, মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের ছাতিয়ানবাড়ি গ্রামের গোপাল বাড়ৈর মেয়ে সপ্না বাড়ৈ (১৭) বুধবার রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যায় । বৃহস্পতিবার সকালে সপ্না বাড়ৈ তার রুম থেকে বের না হলে পরিবারের লোকজন তার রুমে ডাকতে যায় । এসময় ঘরের আড়াঁর সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সপ্নার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছে ।
এলাকার সাবেক মেন্বার বাসুদেব বাড়ৈসহ এলাকাবাসি জানায়, মৃত সপ্নার পিতা গোপাল বাড়ৈ দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে স্ত্রী আল্লাদী বাড়ৈ পার্শ্ববর্তী সেনদিয়া গ্রামের দীনবন্ধু মন্ডলের ছেলে দেবদাস মন্ডলকে ধর্মের ভাই ডেকে পরকীয়ায় জড়িয়ে পড়ে । এ ঘটনায় লোকলজ্জায় মেয়ে সপ্না বাড়ৈ ঘরের আড়াঁর সাথে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে বলে আমাদের ধারনা। এছাড়া কয়েক বছর পূর্বে ধর্মের ভাই দেবদাস আল্লাদীর সাথে পরকীয়া করার সময় এলাকাবাসি হাতেনাতে ধরে গাছের সাথে বেঁধে উত্তমাধ্যম দেয় । এ ব্যাপারে ধর্মের ভাই দেবদাস জানায়, এলাকাবাসি শত্র“তাবসত আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে । ওই পরিবারের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে । সেই সুবাদে ওই বাড়িতে যাওয়া আসা করতাম । মৃত সপ্নার মা আল্লাদী ও পিতা গোপাল বাড়ৈ এলাবাসির অভিযোগ অস্বীকার করে জানান, দেবদাস আমাদের ধর্মের ভাই । এছাড়া তার সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে । হয়তো আমার মেয়ের সাথে অন্য কোন ছেলের সম্পর্কের জের ধরে আতœহত্যা করতে পারে ।
রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছি । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানাযাবে ।
Leave a Reply