ভোলায় অস্ত্র-গুলি ও মাদকসহ ০৩ (তিন) জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।
প্রেস বিজ্ঞপ্তিঃ প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশালের ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ জুলাই রাতে ভোলা জেলার সদর থানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে ভোলা সদর থানার দক্ষিন রাজাপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মোঃ রফিকুল ইসলাম(৫৫),মৃত মোশাররফ হোসেন হাওলাদারের ছেলে মোঃ হাবিবুর রহমান@ বাচ্চু হাওলাদার(৪৫) ও মৃত আাব্দুর রব সর্দারের মোঃ ভূট্টো সর্দার(৪৫)কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ রফিকুল ইসলাম(৫৫) এর নিকট থেকে (১) একটি একনালা বন্দুক, (২) একটি ওয়ান শুটার গান, (৩) তিন রাউন্ড কাতুর্জ এবং (৪) ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ হাবিবুর রহমান@ বাচ্চু হাওলাদার(৪৫) এর নিকট থেকে (১) একটি ওয়ান শুটার গান, (২) দুই রাউন্ড কাতুর্জ এবং (৩) ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ রফিকুল ইসলাম(৫৫) নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ২০ (বিশ) টি মামলা রয়েছে, ২নং আসামী মোঃ হাবিবুর রহমান@ বাচ্চু হাওলাদার(৪৫) নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ০৫ (পাঁচ) টি মামলা রয়েছে এবং ৩নং আসামী মোঃ ভূট্টো সর্দার(৪৫) এর নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ১৩ (তের) টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীগণ শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত ঘটনায় র্যাব-৮ কর্তৃক গ্রেফতারকৃত ১নং ও ২নং আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য ৩নং আসামী মোঃ ভূট্টো সর্দার(৪৫) এর নামে ওয়ারেন্ট জারি থাকায় তাকে ভোলা সদর থানায় ওয়ারেন্ট মূলে হস্তান্তর করা হয়।
ভবিষ্যতে র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply