পটুয়াখালী থেকে অস্ত্র-গুলি ও জাল নোটসহ ১ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।
অফিস রিপোর্টঃ র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
র্যাব সুত্র জানায় র্যাব-৮, বরিশালের একটি আভিযানিক দল গত ২৪ জুলাই বিকালে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন ৮নং বকুলবাড়িয়া ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামে অভিযান চালিয়ে মোঃ শাহিন মাতুব্বর(৩২ গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত মোঃ শাহিন মাতুব্বরের (৩২) কাছ থেকে ১ টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড কাতুর্জ এবং ৩টি ৫০০ টাকা জালনোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী একজন অস্ত্র ও জাল টাকার ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত ঘটনায় র্যাব-৮ কর্তৃক গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় অস্ত্র ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ), শাহিন নুরুল আলম মাতুব্বর@লাল মিয়া, গলাচিপা থানার সৈয়দকাঠী গ্রামের নুরুল আলম মাতুব্বর@লাল মিয়া পুত্র।
Leave a Reply