মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরে যৌতুকের টাকার জন্য শান্তা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে। মঙ্গলবার ওই গৃহবধূর স্বামী ইমারত হাওলাদারকে প্রধান আসামী ও নিহতের শ^শুর বাড়ির আরো পাঁচ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে নিহত গৃহবধূর পিতা সাগর সরদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ বছর আগে সদর উপজেলার ধুরাইল এলাকার সাগর সরদারের মেয়ে শান্তা আক্তারের সাথে শিবচরের মির্জারচর এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে ইমারত হাওলাদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকা নিয়ে প্রায়ই শান্তাকে শারীরিক নির্যাতন করতো তার শ^শুর বাড়ির লোকজন। গত শুক্রবার সন্ধ্যায় শান্তাকে তার স্বামী ও শ^শুর বাড়ির লোকজন যৌতুকের টাকা জন্য চাপ দিলে শান্তা তার বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে শান্তা শারীরিক নির্যাতনের শিকার হয়। এ সময় ইমারতের ঘরে থাকা কীটনাশক পানিতে মিশিয়ে শান্তার মুখে ঢেলে দেওয়া হয়। শান্তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শান্তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শান্তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শান্তার পিতার বাড়ি থেকে শিবচর থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি। পরে মঙ্গলবার দুপুরে শান্তার পিতা সাগর সরদার মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শান্তার স্বামী ইমারত হাওলাদারকে প্রধান আসামিসহ শ^শুর দেলোয়ার হাওলাদার, শ^শুড়ি মজি বেগম, ননদ ঝুমা আক্তার ও দেবর বাবু হাওলাদারকে আসামী করে মামলা করা হয়।
মামলার বাদী ও নিহত শান্তার পিতা সাগর সরদার বলেন, ‘সামান্য কিছু যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে মেরে ফেলা হলো। আমার মেয়েকে তার স্বামী ও শ^শুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এমনকি আমার মেয়ে আত্মহত্যা করেছে বলেও তারা প্রচার করেছে। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা আমার মেয়ের হত্যাকান্ডের সাথে জড়িত আমি তাদের বিচার চাই।’
এ সম্পর্কে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘শান্তার বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা এটি এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। শান্তার বাবা আদালতে মামলা করেছেন। আদালত থেকে মামলার কপি এখনো আমরা হাতে পাইনি। মামলার কপি হাতে পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’
Leave a Reply